জারি সম্রাট মোসলেম উদ্দীনের ১১৪ তম জন্মজয়ন্তী উৎসবের উপলক্ষে দুই দিনব্যাপী মোসলেম মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে কবির জন্মভূমি সদর উপজেলার তারাপুর গ্রামে অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উদ্বোধনের পর মোসলেম উদ্দীন রচিত সাড়া জাগানো জারি গানগুলো পরিবেশন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, ‘বর্তমান সরকার কবি, সাহিত্যিক ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। জারি সম্রাট মোসলেম উদ্দিন ছিলেন লোক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ। গ্রাম-বাংলার চির ঐতিহ্য জারি গান পরিবেশনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন, রচনা করেছেন বিভিন্ন ধরনের ঐতিহাসিক পালা গান।’
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, মোসলেম মেলা ২০১৭ উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ও সদস্য সচিব মলয় কুমার কুণ্ডু। স্বাগত বক্তৃতা করেন মোসলেম উদ্দিনের পুত্র জারি ও লোকসংগীত শিল্পী অধ্যক্ষ রওশন আলী।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সরকারি অর্থায়নে নির্মিত নড়াইল সদর উপজেলার শেখহাটির আফরা ঋষিপল্লি পরিদর্শন করেন। এ সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়া নিশ্চিত করতে তিনি এখানে আনন্দ নিকেতন স্কুল ও মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS